সাতক্ষীরায় করোনা ভাইরাসের ৫ দিনের প্রাথমিক পরীক্ষায় ৫৬৫ জন: ২জন ঝুঁকিতে প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ | আপডেট: ১১:১১:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস ঝুঁকিকেন্দ্রে পরীক্ষার কার্যক্রম চলছে অনেকটাই ঢিমেতালে। ২৭ জানুয়ারি থেকে গত পাঁচ দিনে ৫৬৫ জন পাসপোর্ট যাত্রীকে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে খুলনার পাইকগাছা ও সাতক্ষীরা সদরের দুইজনকে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হওয়ায় তাদেরকে স্ব-স্ব স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। ভোমরা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. স্বপ্না রাণী মন্ডল জানান, এখানে প্রাথমিকভাবে নন কনট্রাক্ট থার্মোমিটার দিয়ে শরিরের তাপমাত্রা মাপা হচ্ছে। ৩৮ ডিগ্রি তাপমাতা থাকলে সে অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে তাকে চিকিৎসা নেয়ার জন্য বলা হচ্ছে। এমন দুইজনের সন্ধান মিলেছে। সময় নষ্ট হবে অথবা এমন রোগ নেই মনে করেই মানুষ এসব স্বাস্থ্য কেন্দ্রে আসতে চাচ্ছেন না। প্রতিদিন ৪শ’ থেকে ৫শ’ পাসপোর্ট যাত্রী ভারত থেকে দেশের অভ্যন্তরে আসলেও ৫দিনে পরীক্ষা হয়েছে মাত্র সাড়ে পাঁচশ মানুষের। এই দূর্বল পরীক্ষায় সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে অভিযোগ স্থানীয় এই সাংবাদিকের। দু’পারের কোথাও চালক ও তাদের সহযোগিদের করোনা পরীক্ষা করা হচ্ছেনা বলে জানান, ট্রাক চালকরা। সুন্দরবনটাইমস.কম/ডেক্স করোনা ভাইরাসভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস সংবাদটি ৫১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন