সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে টাকা ও সরঞ্জামসহ নয় জুয়াড়ি আটক প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯ | আপডেট: ১১:৩১:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হায়দার আলি তোতার বাড়ি থেকে নয় জুয়াড়িসহ জুয়ার সরঞ্জাম আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার(২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শহরের মুনজিতপুরে হায়দার আলি তোতার বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, শহরের দক্ষিণ পলাশপোলের শরীফুল ইসলাম, কলারোয়ার শাহীন হোসেন, মধ্য কাটিয়ার আব্দুর রাজ্জাক, লস্করপাড়ার মাহমুদুল হক, কলারোয়ার আলাউদ্দিন সরদার, পুরাতন সাতক্ষীরার কামরুজ্জামান, আশাশুনির সাইফুল ইসলাম, কালিগঞ্জের জালাল সরদার ও মধ্য কাটিয়ার গোলাম রব্বানী। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারান চন্দ্র পাল জানান গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা কয়েক কার্টুন তাস, গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা satkhira casinoসাতক্ষীরা ক্যাসিনোসাতক্ষীরায় জুয়াড়ি আটক সংবাদটি ২৪৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন