সাতক্ষীরার শ্যামনগর থেকে অস্ত্র গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগর থেকে একটি শার্টারগান ৩০ রাউন্ড গুলি, চার রাউন্ড ত্রি নট ত্রির গুলি ও ৪০ রাউন্ড টুটুবারের গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের রবিউল জোদ্দারের বাড়ি থেকে পুলিশ অস্ত্রগুলি উদ্ধার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, শ্যামনগর উপজেলার পাশ্বেমারি গ্রামের মৃত জব্বার সরদারে পুত্র আব্দুল মান্নান (৪০) ওরপে কানা মান্নানকে আটক করে পুলিশ। মান্নানের নামে একটি হত্যা মামলসহ নয়টি মামলা আছে। তার স্বীকারউক্তি অনুযায়ি গাবুরা গ্রামের রবিউল জোয়াদ্দারের বাড়ি থেকে পুলিশ উক্ত অস্ত্রগুলি উদ্ধার করেছে। তারা দীর্ঘদিন হত্যা সন্ত্রাস চাঁদবাজি অস্ত্রব্যাবসার সাতে জড়িত বলে ওসি জানান।
সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা