সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পেঁয়াজের বাজার দামে আগুন

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯ | আপডেট: ১১:২০:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
ভারতের রপ্তানী মূল্য বৃদ্ধির কারনে ভোমরা স্থল বন্দরে পেঁয়াজের বাজার দামে আগুন লেগেছে। ভোমরা বাজারে পেঁয়াজের পাইকারী মূল্য ছিল ৬৫ থেকে ৭০ টাকা।
কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী জানান, আগে প্রতি টন পেঁয়াজের রপ্তানী মূল্য ছিল ৩৫০ ডলার। কিন্তু সম্প্রতি ভারত সরকার পেঁয়াজের রপ্তানী মূল্য ৮৫৫ ডলার নির্ধারন করে দেয়। যার কারনে পেঁয়াজের বাজারে এই বিরুপ প্রভাব পড়েছে। কয়েকদিন আগেও ভোমরা স্থল বন্দরের পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা দরে। রপ্তানী মূল্য বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের বাজার বৃদ্ধি পেতে শুরু করে। ভারত সরকার রপ্তানী মূল্য নির্ধারন করে দেয়ায় পেঁয়াজ আমদানী করতে গেলে ডলার পাচারের আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম আরাফাত হোসেন জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ৭৫ ট্রাক পেঁয়াজ আমদানীর কোটা নির্ধারিত থাকলেও গত কয়েক দিন গড় ৪০ থেকে ৪৫ ট্রাক পেঁয়াজ আমদানী হয়েছে। সপ্তাহের শেষ দিনে ৫৫ ট্রাক পেঁয়াজ আমদানী হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক