সাতক্ষীরার দূর্নীতিবাজদের বিরুদ্ধে গণমিছিল ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯ | আপডেট: ১:৩৩:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
দেশের চলমান দূর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরাতেও দূর্নীতি বাজদের বিরুদ্ধে অবিলম্বে অভিযান পরিচালনার দাবীতে গণমিছিল ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের নিউমার্কেট সংলগ্ন শহীদ আলাউদ্দীন চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাকাপুলের মোড়ে এসে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় নাগরিক সমাবেশে।
নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা, সাতক্ষীরার যুদ্ধাপরাধী মামলার প্রধান স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা ইমাম বারী, বীর মুক্তি যোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জাসদের কেদ্রীয় নেতা শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেএসডির কেন্দ্রীয় নেতা সুধাংশ শেখর সরদার, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার শীল, সিনিয়র সিটিজেনের জেলা সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, পৌর আ’লীগের যুগ্ন সম্পদক রাশেদুজ্জামান রাশি, জেলা তাতীলীগের সহ-সভাপতি মেহেদী আলী সুজয় প্রমুখ।
বক্তারা এ সময়, দেশের চলমান দূর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার সকল সেক্টরের দূর্নীতি বাজদের বিরুদ্ধে অবিলম্বে অভিযান পরিচালনার জোর দাবী জানান।

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক