শ্যামনগরে মোটর সাইকেল ধাক্কায় নারী নিহত প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২ | আপডেট: ৬:৫৯:অপরাহ্ণ, জুন ১৪, ২০২২ সাতক্ষীরার শ্যামনগরে মোটর সাইকেলের ধাক্কায় রহিমা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) সকালে মুন্সিগঞ্জ শেখ বাড়ী মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তিনি মুন্সিগঞ্জ পূর্ব ধানখালী গ্রামে আব্দুল করিম গাজীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী একই গ্রামের নজরুল ইসলাম জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হেটে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে দ্রুত গতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই নারী। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার অফিসার ইনচাজ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এসজি/ডেক্স সংবাদটি ৩১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা