রিফাত হত্যার প্রতিবাদে ও খুনীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯ | আপডেট: ২:০০:অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা সংবাদদাতা:
বরগুনায় প্রকাশ্য দিবালোকে রাস্তায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের দ্রুততম সময়ে আটক করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ ও নাগরিক কমিটি পৃথক পৃথক ব্যানারে এ মাবনবন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ।
বক্তারা এ সময় রিফাত হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ দ্রুততম সময়ে তাদের সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানান।
একই সাথে উক্ত মানববন্ধন থেকে নাগরিক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরার উন্নয়নে রেল লাইন নির্মান, পাবলিক বিশ্ববিদ্যালয় চালু, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জে নিকটবর্তী এলাকাকে পর্যটন এলাকা ঘোষনা, ভোমরা স্থল বন্দরকে পূর্ণাঙ্গ রুপে চালুসহ সরকারের কাছে ২১ দফা দাবী তুলে ধরেন।

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক