মূল্যতালিকা না থাকায় রাজগঞ্জে দুই সার দোকানিকে জরিমানা

মূল্য তালিকা ঝুলানো না থাকায় যশোরের রাজগঞ্জে দুই সার ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে রাজগঞ্জ বাজারে এই অভিযান চালান ইউএনও সৈয়দ জাকির হাসান।

এসময় তিনি দুই দোকানিকে সাত হাজার টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার ও শারমিন শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। হীরক সরকার বলেন, সব সার কীটনাশকের দোকানে মূল্যতালিকা ঝুলানোর নিয়ম থাকলেও রাজগঞ্জ বাজারের রাজিয়া ট্রেডার্স ও গাজী এন্টারপ্রাইজে মূল্য তালিকা ঝুলানো ছিল না।
এছাড়া অভিযানে দেখা গেছে প্রতিষ্ঠান দুইটির লাইসেন্স নেই। ফলে রাজিয়া ট্রেডার্সের মালিক তরিকুল ইসলামকে পাঁচ হাজার ও গাজী এন্টারপ্রাইজের মালিক তবিবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।