মণিরামপুরের খেদাপাড়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় মুদি দোকানির মৃত্যু প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ | আপডেট: ৫:২৩:অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ যশোরের মণিরামপুরের খেদাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ খান খোকন (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে ওইদিন সকাল ৯টায় উপজেলার খেদাপাড়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হন আব্দুর রশিদ। নিহত আব্দুর রশিদ খান খেদাপাড়া উত্তর পাড়ার মৃত আব্দুস সামাদ খানের ছেলে। খেদাপাড়া বাজার মোড়ে তার মুদি দোকান রয়েছে। নিহতের ভাগনে সাগর আল মামুন জানান, শুক্রবার সকাল নয়টার দিকে দোকান থেকে বাড়ি ফিরছিলেন খোকন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কাদিলে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান তিনি। স্বজনরা খোকনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১ টার দিকে তার মৃত্যু হয়। খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেল চালকের পা ভেঙে গেছে। তার নাম জানা যায়নি। খেদাপাড়া ক্যাম্পের এসআই গোলাম রসুল বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি আমার জানা নেই। সংবাদটি ৩৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য