ভারতে পাচারকালে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ৭:৪৪:অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ৫৮৩ গ্রাম (৫০ভরি) ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার বিকালে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়ি বাঁধের উপর থেকে উক্ত বারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা।
আটক স্বর্ণ চোরাকারীর নাম কবিরুল ইসলাম (৫০)। তিনি সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বেড়ি বাঁধের উপর থেকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
এরপর তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫ পিস স্বর্ণের বার। যার ওজন ৫৮৩ গ্রাম (৫০ভরি)। তিনি আরও জানান, স্বর্ণ পাচারকারী কবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সৌপর্দ করা হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক