বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ | আপডেট: ২:২১:অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা-কালিগঞ্জ প্রধান সড়কের ইটাগাছা হাটের মোড়ে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড, সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা এ সময় বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। এমতাবস্থায় তাকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন