বাংলাদেশে কোন মানুষ গৃহহীন হয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ | আপডেট: ২:০১:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন হয়ে থাকবে না, প্রতিটি মানুষ মানুষ মাথা গোঁজার ঠাই পাবে। কোন মানুষকে ফুটপাতে, গাছতলায় ঘুমাতে হবেনা। শনিবার সকাল ১০টায় খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা ভদ্রা নদীর চরে ১৪০ জন গৃহহীণ মানুষের কাছে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মুজিব বর্ষের উপহার হিসাবে প্রধানমন্ত্রী শনিবার সারা বাংলাদেশে ৬৬১৮৯ টি পরিবারের হাতে জমিসহ ঘর তুলে দেন। এর অংশ হিসেবে এই ১৪০টি ঘর হস্তান্তর করেন। এসময় ডুমুরিয়া প্রাণেÍ সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়। প্রধানমন্ত্রীর সাথে উপকারভোগীদের মধ্যে সরাসরি কথা বলেন মুক্তিযোদ্ধা অশোক দাস ও রীনা পারভীন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা