বর্ষবরণে দুর্নীতি, মাদকের বিরুদ্ধে শপথ নিতে হবে : এমপি বাবু

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯ | আপডেট: ৮:৫৩:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতাঃ
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, পহেলা বৈশাখ বাঙালীর ঐতিহ্য। এক সময় অপসংস্কৃতির কারণে বাঙালীর শত বছরের ঐতিহ্য মিলান হতে চলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষ বরণ অনুষ্ঠানে ইলিশ বর্জন ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় পহেলা বৈশাখের ঐতিহ্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এমপি বাবু আরো বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছি। যত বড় বাঁধা আসুক দুর্নীতির বিরুদ্ধে অবস্থান অনঢ় থাকবে। তিনি প্রতিদিন একটা করে ভাল কাজ করা সহ সকলের উদ্দেশ্যে বলেন, বর্ষ বরণে দুর্নীতি ও মাদককের বিরুদ্ধে আমাদের শপথ হোক। তিনি রোববার পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডঃ স.ম. বাবর আলী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুল আউয়াল, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রহমত আলী, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আবুল হোসেন সেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রসঙ্গত, নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, পান্থাভোজ, লোকজ, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রশাসনের অনুষ্ঠান ছাড়া এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু রোজবাড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে আমরা ক’জন আয়োজিত বৈশাখী মেলা ও সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের সুন্দরবন শিশু পার্কের উদ্বোধন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক