পাটকেলঘাটায় বিনাকারণে ঘোরাঘুরি করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: করোনা ভাইরাসের কারণে বিনা কারণে বইরে ঘোরাঘুরি করা সম্পন্ন নিষেধ। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বারবার সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করছেন। কিছুদিন আগে তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন, পোস্ট টি হলো আপনারা অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না, আর যদি বাইরে ঘোরাঘুরি করেন তাহলে জরিমানার টাকা সঙ্গে রাখুন। সেই পদক্ষেপকে বাস্তবায়ন করতে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম সেনাবাহিনী নিয়ে অভিযান চালায়। এ অভিযানে বাইরে অকারণে ঘোরাঘুরি করার জন্য পাটকেলঘাটার বিভিন্ন জনকে সর্বমোট ২৮০০ টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে কঠোরভাবে সতর্ক প্রদান করা হয়। তালা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, আপনারা আজ থেকে অকারণে বাইরে ঘোরাঘুরি করলে জরিমানা কারা হবে। অতএব আপনার ঘরের ভিতরে থাকুন। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সংবাদটি ২৪২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী