পাটকেলঘাটায় র্যাবের অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রোববার (১৩ নভেম্বর) ভোর রাতে পাটকেলঘাটা থানার খলিষখালি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুকুমার দাস (৬৫)। তিনি পাটকেলঘাটার খলিষখালি এলাকার বাসিন্দা।

র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রকিব জানান, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালী এলাকায় ব্যক্তি মাদকদ্রব্য বেচা-কেনা করার জন্য অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ সুকুমার দাসকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পাটকেলঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজি/ডেক্স