পাইকগাছায় চাকরির নামে টাকা হাতিয়ে নেয়া মামলায় ৩ বছরের কারাদন্ড

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯ | আপডেট: ৮:০২:অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদাতা :
পাইকগাছায় চাকুরীর প্রলোভন দেখিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগের মামলায় আদালত বিকাশ দাস নামে এক ব্যক্তিকে জরিমানা সহ ৩ বছরের সাজা দিয়েছেন। উপজেলার জিরবুনিয়ার নয়ন মন্ডলের দায়ের করা মামলায় পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। এদিকে একই আদালত বিকাশের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের ঘটনায় আরো ২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।
আদালত সুত্র ও বাদী পক্ষ্যের আইনজীবি আঃ রাজ্জাক মামলা রায়ের বর্ণনা দিয়ে জানান, পলাতক বিকাশ চন্দ্র দাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়ার বাসিন্দা। গত বছর বিকাশ তাঁর ব্যাংক চেক দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও ফায়ার সার্ভিসে চাকারী দেবার কথা বলে উপজেলার দেলুটি’র জিরবুনিয়ার তারক মন্ডলের কাছ থেকে ৪ লাখ টাকা নেয়। জামাতা ও মেয়ের চাকুরী দিতে ব্যর্থ হলে এক পর্যায়ে লিগ্যাল নোটিশ ও চেক ডিজঅনার করে তারকের ছেলে নয়ন মন্ডল বাদী হয়ে বিকাশ দাসের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৫৭৯/১৮ মামলা করে। চলতি ১১ এপ্রিল আদালতের বিচারক পলাশ কুমার দালাল মামলা রায়ে বিকাশের বিরুদ্ধে ৩ বছরের সাজা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। এদিকে বিভিন্ন দপ্তরে চাকুরীর কথা বলে এলাকা থেকে বিকাশ দাস প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এসব অভিযোগের বর্ণনা দিয়ে জিরবুনিয়ার ভূধর মন্ডলের ছেলে মধূসুদন মন্ডল জানান, তাঁর কাছ থেকে বিকাশ দাস চাকুরীর কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা আদায়ে ব্যর্থ হলে তিনি একই আদালত পৃথক-পৃথক ভাবে সিআর- ৮৩৪/১৮ ও সিআর- ৮৩৫/১৮ মামলা করলে আদালত বিকাশ দাসের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা/৭:৫৭ পিএম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক