তালায় ৮ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: তালা উপজেলার হাজরাকাটী গ্রামে ৮ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বিশিষ্ট ঘের ব্যবসায়ী সৈয়দ সোহেল রানা, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, তালা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন প্রমুখ। উদ্বোধনী খেলায় আটারই হা-ডু-ডু দল ৬-৪ পয়েন্টের ব্যবধানে আগোলঝাড়া দলকে পরাজিত করে। শত শত দর্শক গ্রাম বাংলার এ খেলাটি উপভোগ করেন। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা তালায় ৮ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন সংবাদটি ২৪৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু