তালায় ২০পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯ নিজস্ব প্রতিনিধি, তালা: সাতক্ষীরা তালায় ২০পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের শুক্রবার (১৯ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তালা থানা পুলিশ তেঁতুলিয়া এলাকা থেকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার লালচন্দনপুর গ্রামের আইয়ুব মোল্যার ছেলে আবীদ হাসান (১৯) ও একই এলাকার শেখ নুরুল ইসলামের ছেলে শেখ জাহিদ হাসান (১৯)। তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার তাদেকে আদালতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা তালায় ২০পিচ ইয়াবাতালায় ইয়াবা আটক সংবাদটি ২৬৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব