তালায় শেখ রাসেল’র জন্ম বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯ | আপডেট: ১০:৪৪:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

প্রতিবেদক, তালা:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র ৫৫তম জন্ম বার্ষিকী তালায় উৎসবমূখর পরিবেশে উদযাপন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে একটি র‌্যালী তালা উপশহর প্রদক্ষিন করে।
র‌্যালী শেষে সংগঠনের সভাপতি মীর জাকির হোসেন’র সভাপতিত্বে স্থানীয় ডাকবাংলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী’র সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বরেন্য বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ও এম. মইনুল ইসলাম।
সাবেক ছাত্রলীগ নেতা দেবাশিষ মূখার্জ্জীর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, আ.লীগ নেতা আবুল কালাম আজাদ. আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মামুন তাজ, ইন্দ্রজিৎ দাস বাপি, ডা. গিয়াস উদ্দীন, সুজিত হোড়, রফিকুল ইসলাম, মো. ইকবল হোসেন, উত্তম সেন, প্রভাষক এস. আর. আওয়াল, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবব্দুল জব্বার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী, সংশ্লিষ্ট সংগঠনের নেতা মো. নুর ইসলাম, মিঠু, এমদাদুল ইসলাম, আব্দুল আলীম, শাহীনুর রহমান ও রফিকুল ইসলাম রবি প্রমুখ। সভা শেষে শহীদ শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়।
এছাড়া এদিন বিকাল থেকে পর্যায়ক্রমে তালা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, খলিলনগর ইউনিয়নে র‌্যালী, পাটকেলঘাটা বাজারে র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক