ডুমুরিয়ায় ৮ দলীয় ব্যাটমিন্টন খেলায় সাব্বির-মাহফুজ জুটি চ্যাম্পিয়ন প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ | আপডেট: ২:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ ডুমুরিয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ডুমুরিয়ার উত্তর আরাজি ডুমুরিয়া যুব সংঘের উদ্যেগে গত বৃহস্পতিবার রাতে ৮ দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতায় সাব্বির-মাহফুজ জুটি চ্যাম্পিয়ান হয়েছে। নক আউট পর্বের খেলাটি সন্ধ্যায় স্থানীয় মোড়লপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে আরাজি ডুমুরিয়ার সাবির ও আরাজি সাজিয়াড়ার মাহফুজের জুটি হাজিডাঙ্গা গ্রামের সোহাগ ও হাসিফ জুটিকে ২১-১৭ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের মাহফুজ। খেলা শেষে রাত সাড়ে ১১ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সরদার, শাহাজান শেখ, জলিল মোড়ল, আব্দুর রউফ, আবু জাফর, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশিদ বাবু, সুমন শেখ, ইলিয়াছ মোড়ল, ইয়াছিন মোড়ল, সিহাব মোড়ল, সুমন মোড়ল, আব্দুল্লাহ মোড়ল, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, বাধণ মন্ডল, বক্কার বিশ্বাস, নওশের সরদার, প্রকাশ দাস, পলাশ দাস প্রমুখ। সংবাদটি ৬১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু