ডুমুরিয়ায় রোহিঙ্গা সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত : আটক ২জন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ১২, ২০১৯ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, মে ১২, ২০১৯

চুকনগর(সাতক্ষীরা) সংবাদদাতা:
ডুমুরিয়ায় রোহিঙ্গা সন্দেহে গণপিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার মাগুরাখালি এলাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার গভীর রাতে উপজেলার মাগুরাখালি ইউনিয়নের কাঠালিয়া এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে ঘোরাঘুরি করছিল। এসময় জনতা তাকে রোহিঙ্গা সন্দেহ করে বেদম মারপিট করে। গণধোলায়ে তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ডুমুরিয়া থানা পুলিশ সাহস ইউনিয়নের ঘোষগাতি গ্রামের মিলন মোড়লের পুত্র মেহেদী হাসান মোড়ল (২৬) এবং কাঠালিয়া গ্রামের খগেন্দনাথ মন্ডলের পুত্র মধু মন্ডল (২৫) কে আটক করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত গণপিটনিতে নিহত বৃন্ধের লাশ উদ্ধার করে পোষ্ট মর্ডানের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক