ডুমুরিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ | আপডেট: ৫:০৩:অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

ডুমুরিয়ার ভান্ডরাপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে ওই এলাকার প্রতিভা মন্ডলের জমি থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, দীর্ঘদিন প্রতিভা মন্ডলের জায়গা পরিত্যক্ত ছিল। বাড়ি করবেন বলে বুধবার সকালে সেখানে শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। পিলারের জন্য দেড় ফুট মাটি কাটা হলে সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পায় একজন শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেয়।

এরপর পুলিশ সেখান থেকে একনলা বন্দুকে একটি পাইপ, দো’নলা বন্দুকের একটি পাইপ, এসএমসি একটা, একনলা বন্দুকের গুলি ৬০ টা, পিস্তলের গুলি ১৮ টা, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দুইটা, এসএমসি’র গুলি ৪২ টা ও এসএমসি’র একটি ম্যাগজিন।

তিনি বলেন, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোন বিষয় নেই। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা