ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২ | আপডেট: ৬:০৮:অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২

ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ খুলনার আয়োজনে স্থানীয় শহীদ স্মৃতি মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও প্রধান উপদেষ্টা কমিউনিটি পুলিশিং কমিটির মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বিপিএম, উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমান, শিক্ষক আইযুব হোসাইন, মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শফিকুল আলম।

আলোচনা সভার পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন এবং একটি বর্ণ্যাঢ র‌্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা