ঝাঁপায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় মাস্ক বিতরণ প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ | আপডেট: ৭:৪৮:অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ ‘অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলুন, আতংকিত না হয়ে, আসুন সতর্ক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নের কৃতি সন্তান, উপজেলা যুবলীগের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক মো. শিপন সরদার করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকারে শুক্রবার বিকালে ঝাঁপা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে সচেতনতামূলক মাস্ক বিতরণ করেছেন। মাস্ক বিতরণ কালে তিনি বলেন, বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসে সংক্রামিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস সংক্রমিত হওয়ার আগেই আমাদের সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প কিছু নেই। এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগনেতা সোহেল রানা, জাহিদ হোসেন, ফিরোজ হোসেন, হারুন হোসেন, মেহেদী হাসান, বিল্পাব হোসেন, ছাত্রলীগনেতা আকাশ হোসেন, মুন্না, ইমন, মমিনুর, সুজন প্রমূখ। সংবাদটি ৫০৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য