চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৯ | আপডেট: ১০:০৯:পূর্বাহ্ণ, মে ২১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চুকনগর(খুলনা) সংবাদদাতা: ২০মে চুকনগর গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচী পালন করেছে। এ উপলক্ষ্যে চুকনগর গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে ১৯মে দিবাগত রাত ১০টায় একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বধ্যভুমিতে গিয়ে পুষ্পমাল্য অর্পন করেন এবং ১২টা ১মিনিটে গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের নেতৃত্বে বধ্যভূমিতে প্রায় ১০হাজার মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করা হয়। এরপর ডিগ্রী কলেজ ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক হাশেম আলী ফকির, প্রভাষক গোবিন্দ ঘোষ, বিশ্বজিৎ মজুমদার, শেখ মাহাবুব আলম সোহাগ, ইমরান হুসাইন, মাসুদ সরদার, জুবায়ের আহম্মেদ সুমন, বিপ্লব ঘোষ, আলমগীর হোসেন খান, ইয়াসিন হোসেন, নাজমুল ইসলাম বাবু, লিটন প্রমুখ। ২০মে সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া সকাল ১০টায় খুলনা বিএমএ ভবনে গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদ এবং মুক্তিযোদ্ধা আর্কাইভ ও জাদুঘর এর যৌথ উদ্যোগে আর্কাইভ সভাপতি ডাঃ বাহারুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির ও ৭১এর শিশু রাজকুমারী সুন্দরী বালা প্রমুখ।

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক