খেদাপাড়া ইউনিয়নে অসহায়দের মাঝে দাদাভাই এন্টারপ্রাইজের আয়োজনে ঈদ উপহার বিতরণ প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০ | আপডেট: ১০:৫৩:পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০ যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া বাজারে দাদাভাই এন্টারপ্রাইজের আয়োজনে প্রোঃ মধুসূদন চক্রবর্তী তার নিজস্ব অর্থায়নে খেদাপাড়া ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকালে খেদাপাড়া বাজারে দাদাভাই এন্টারপ্রাইজের সামনে ২০০ অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় প্রোঃ মধুসূদন চক্রবর্তী বলেন- করোনা ভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাই নিজ ঘরে অবস্থান করুন। অপ্রয়োজনে কাথাও বের হবেন না। তিনি আরো বলেন- করোনা ভাইরাস একটি প্রাণঘাতি রোগ। এ রোগের বিস্তার রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরী। করোনা ভাইরাস মোকাবেলায় সর্বস্তরের জন-সাধারণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সভাপতি সুব্রত চক্রবর্তী, সাবেক সভাপতি সাধন নন্দী, সাধারণ সম্পাদক সুব্রত পাল, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অশোক কুমার মল্লিক, হাফিজুর রহমান, দাদাভাই এন্টারপ্রাইজের প্রোঃ দেবব্রত চক্রবর্তী, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগের অন্যতম নেতা তারক দেবনাথ, ইউনিয়ন ছাত্রলীগের আহয়াবক হাদিউজ্জামান ফায়সাল সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণত্রাণ বিতরণ সংবাদটি ৫৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য