খুলনায় ৩দিন ব্যাপী পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ | আপডেট: ১০:৪৭:অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

এম এ মান্নান:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে খুলনা জেলার ’’সুন্দরবন’’ও সাতক্ষীরা জেলার ’’নলতা’’কমিউনিটি রেডিওর সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ বুধবার সকাল ১০টায় খুলনার খালিশপুর জুট মিলস লিঃ এর সভাকক্ষে উদ্বোধন হয়ে শুক্রবার বিকাল ৪টায় সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর প্রশিক্ষক মোহাম্মাদ শাহ আলম এর পরিচালনায় সনদপত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালিশপুর জুট মিল এর প্রকল্প পরিচালক মোঃ খলিলুর রহমান,ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প পরিচালক খান কামরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এর সাবেক পরিচালক ডঃ জাহাঙ্গীর আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, এশিয়ান টিভি ও ভোরের কাগজ এর খুলনা ব্যুরো প্রধান মোঃ বাবুল আক্তার,পিআইবি এর মুক্তিযোদ্ধা বিষয়ক জৈষ্ঠ গবেষক মোঃ বাশার খান,সাংবাদিক আসাদুজ্জামান, গ্লোবাল টেলিভিশনের আনিসুজ্জামান কবির, ইমরুল ইসলাম, আমজাদ আলী লিটন সহ প্রায় সকল ইলেকট্রনিক মিডিয়ার খুলনা বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০জন সাংবাদিক কে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি পিআইবির মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কে খুলনায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক