কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০ | আপডেট: ৩:৫৫:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৌদ্দ নাথ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় আজ পযন্ত করোনা আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮ টায় তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু বৌদ্দ নাথ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাবড়া গ্রামের কানাই লালের ছেলে।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।   

 

তিনি আরও জানান,জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত (৮ আগষ্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন বৌদ্দ নাথ। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে নমুনা পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে ওই রিপোর্ট পজিটিভি পাওয়া যায়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গেলো রাত সাড়ে ৮ টায় মারা যান।  

 

মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। 

 

সাতক্ষীরা সিভিল সার্জন আফিসের তথ্য মতে, কোভিড আক্রান্ত হয়ে জেলায় আজ পর্যন্ত মারা গেছেন মোট ২৮ জন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স