কৃষক ও কৃষিবিদদের সম্মিলিত চেষ্টায় গড়ে উঠবে সোনার বাংলা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ | আপডেট: ৮:১৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি, সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা সাতক্ষীরা খামারবাড়ী চত্তরে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা এর উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা এর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ), সহ-সভাপতি কাজী আনিসুর রহমান (লেবু আনিস), মহিলা বিষয়ক সম্পাদক কৃষাণী বেলী বেগম, ফল বিষয়ক সম্পাদক আফজাল হোসেন বাবুল, সদস্য মোঃ রেজাউল করিম ও সদস্য মোঃ আব্দুস সালাম মোল্যা। সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আহাদ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি, সাতক্ষীরা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস সরদার। সঞ্চালক ছিলেন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি, সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক কৃষিবিদ উত্তম কুমার মজুমদার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

১৯৭৩ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদা প্রদান করেন। বক্তারা বলেন, বাংলার কৃষককে অবমূল্যায়ন করবার দিন শেষ। যারা উৎপাদন করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে তাদের অবস্থান সবার উপরে। কৃষিবিদরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। বাংলার কৃষকরা সে প্রযুক্তি ব্যবহার করে ফসল ফলাচ্ছে। খাবার তুলে দিচ্ছে সর্বস্তরের মানুষের মুখে। কৃষক ও কৃষিবিদরা মিলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক