করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক সাতক্ষীরা মেডিকেলে ভর্তি

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। সোমবার (৬এপ্রিল) সকাল ১১ টার দিকে এই যুবক হাসপাতালে ভর্তি হন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া ফেরত এই যুবক বৃহস্পতিবার থেকে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। তবে, তার শ্বাসকষ্ট কম আছে। তিনি বলেন, রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইসিডিআরে পাঠানো হবে।

এদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে আজ পর্যন্ত ৩ হাজার ৫১ জনকে হোম করেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে এছাড়া ছাড় পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ৩০ জনকে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক