করোনার উপসর্গ নিয়ে সামেক হাসপাতালের আইসোলশনে এক নারীর মৃত্যু: মোট মৃত্যু ২৬

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০ | আপডেট: ১১:৪০:পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে কোহিনুর বেগম (৫০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে । শনিবার (৪ জুলাই) রাত ৮টায় মারা যান। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নওয়াপাড়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা.ভবতোষ কুমার ম-ল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া ন’পাড়া গ্রামের কোহিনুর বেগমকে শনিবার (৪ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান,তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বাস্থ্য বিধি মেনে ওই নারীর মরদেহ দাফনের কথা বলা হয়েছে। তার বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। এনিয়ে সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স