করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ | আপডেট: ৩:২৪:অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন ) সকালে মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশনে তিনি মারা যান। মৃত ওই বৃদ্ধা নারীর নাম হোসনে আরা খাতুন (৬০)। তিনি কলারোয়া উপজেলা সদরের আবুল হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই বৃদ্ধা নারী। এরপর রোববার ভোর ৫টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লক ডাউন করা হয়েছে।

এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স