কবিতা: “ঈশ্বরে ভক্তি” প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ১:৪৯:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ ঈশ্বরে ভক্তি ……….শ্যামল বণিক অঞ্জন হোক জয় কিবা ক্ষয় নেই তাতে ভয়, আমরা ন্যায়ের মাঝি নেই সংশয়। সাম্যের নাও বেয়ে চলি তুলে পাল, আসুক যতোই ঝড় ছাড়িনা তো হাল। জোড় আছে মনে প্রাণে সততার শক্তি, শুদ্ধ জীবনধারা ঈশ্বরে ভক্তি। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা ঈশ্বরে ভক্তিকবি শ্যামল বণিক অঞ্জনকবিতা ঈশ্বরে ভক্তি সংবাদটি ৩৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা তালার কপোতাক্ষ নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার