কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স সালামের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আব্দুল সালাম শেখের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি এই কথিত সাংবাদিক এর ছোবল থেকে রেহায় পাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রালয় সহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের তাছের দফাদারের পুত্র, মোঃ আজমল দফাদার তাঁর অভিযোগে উল্লেখ করেন , ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র কথিত সাংবাদিক আব্দুস সালাম, সব সময় আশেপাশের গ্রামের নিরীহ মানুষের হয়রানি করে চলেছে। মিথ্যা সংবাদ প্রকাশ করা আব্দুর সালাম এর নিত্য কাজ। ইউনিয়নের সাধারণ মানুষ তার বিরুদ্ধে ঝাটা মিছিল ও মানববন্ধন করেন কাঠালতলা বাজারে । আব্দুস সালাম এর একটি মোটর সাইকেল চুরি হয় চুকনগর বাজার থেকে সকাল এগারোটা বারোটার দিকে। সেখানকার সিসি ক্যামেরায় ধারণ করা আছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায়, হয়রানির শিকার হয় দিনমজুর নিরীহ সালাউদ্দিন নামের কুলবাড়িয়া গ্রামের এক যুবক। নির্দোষ ছেলেটিকে সালামের ইশারায় থেকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায় এবং তাকে শারীরিক নির্যাতন করেন । তাকে বলা হয় সালাউদ্দিন তুইতো গাড়ি চুরি করিস নি তবে তুই বল আজমল গাড়ি চুরি করেছে । তখন সালাউদ্দিন বলেছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। সেই দিন থেকে ডিবি পুলিশ নিয়ে আব্দুস সালাম শেখ আমার মাছের ঘেরে আসে এবং রাতের আধারে ছোট ছোট শসা গাছের চারা দুই শতাধিক পায়ের নিচে ফেলে নষ্ট করে। পরের দিন সন্ধ্যায় আমার বাড়িতে আসে এবং আমার মাকে ডেকে বলে ভাবি ৫০ হাজার টাকা দাও। তাহলে আজমলকে ডিবি পুলিশ আর খুজবেনা । একথাটা কাউকে বলবে না ,বললে কিন্তু আরো সমস্যা হবে। এ ঘটনায় আজমল দফাদার বাদি হয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,আই জি পি মহাদয় ও মাননীয় স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। যায় প্রত্যেকটির রিসিভ কপি স্থানীয় সাংবাদিক দের কাছে আছে। উল্লেখ্য ইতিপূর্বে সাংবাদিক আব্দুস সালাম এর বিরুদ্ধে বরাতিয়ার ঋষি পাড়ার একটি নিরিহ পরিবারের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া যায়, সে খান থেকে তিনি নগত দশ হাজার টাকা জোর পূর্বক আদায় করেন ।যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এ ব্যাপারে শেখ আব্দুস সালাম অভিযোগকারীর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোনটি কেটে দেয়। সংবাদটি ৭২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়