আঁঠারমাইল-বাদুড়িয়া রোড়ে সরকারের উন্নয়নের কাজে বাধাগ্রস্থ করছে কুচক্রী মহল

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯ | আপডেট: ৫:৪৭:অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চুকনগর(খুলনা) সংবাদদাতা: সারাদেশে সরকারের উন্নয়নের অংশ হিসাবে আঁঠারমাইল বাজার হতে বাদুড়িয়া গ্রাম অভিমুখে রোডস এ্যান্ড হাইওয়ের বরাদ্দের দীর্ঘ প্রায় ৬মাস ধরে বেজ টাইপ-১ সম্পন্ন ৫কিলোমিটার রাস্তার কাজ শেষের পথে। ঠিক এমন সময়ে একটি প্রভাবশালী চক্র সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নের সম্মুখিন করার জন্য হঠ্যাৎ রাতের আধারে চলমান কাজের রাস্তার উপর বেড়া দিয়ে ঘিরে দিয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাদুড়িয়া গ্রামের জবেদ আলী মোড়লের পুত্র নসি মোড়ল, জয়নাল মোড়লের পুত্র সাহাবুদ্দিন মোড়ল, সাহাবুদ্দিন মোড়লের পুত্র সবুজ মোড়ল ও ফিরোজ মোড়ল, মোফাজ্জেল মোড়লের পুত্র বারিক মোড়ল ও মৃত রহমত আলী মোড়লের পুত্র আমিনুর রহমান মোড়ল যোগসাজলে মঙ্গলবার রাতের আধারে রাস্তার কাজ বাধাগ্রস্থ করার হীন মানষিকতায় রাস্তাটি তাদের বাড়ির সামনে থেকে প্রায় ২হাত রাস্তা জুড়ে ঘিরে দিয়েছে। একারণে রাস্তার কাজের মালামাল বহন ও শ্রমিকদের কাজ করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাদের দাবি তাদের জমির উপর দিয়ে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এ কথা সত্য যে,পূর্বে যে স্থান দিয়ে রাস্তাটি করা ছিল বর্তমানে ঠিক একইভাবে কোনদিকে না বাড়িয়ে সেই স্থান দিয়েই রাস্তাটির কাজ পুরোদমে চলছে। ইতোমধ্যে বেজ টাইপ-১, টো অল, রাস্তার দুই পাশের পাইলিং ও কালর্ভাট নির্মানের কাজ সম্পন্ন হয়েছে। তখন কোন বাধা না দিয়ে এখন শেষ পর্যায়ে এসে এই মহলটি শত্রুতামূলকভাবে রাস্তাটি ঘিরে দিয়েছে। শুধমাত্র সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ করার জন্য মূলত্র তারা এ অন্যায় কাজের আশ্রয় নিয়েছে। তাই দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন থেকে বঞ্চিত বাদুড়িয়া গ্রামবাসীর দাবি উন্নয়নের স্বার্থে রাস্তার কাজে বাধা প্রদানকারী এই কুচক্রী মহলকে আইনের আওতায় আনা হোক।

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক