হরিহরনগর যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ | আপডেট: ৬:৪৩:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে খাটুরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ রানা পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, আব্দুল কুদ্দুস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আ,লীগ নেতা আবুল হোসেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক মুনছুর আলী মোড়ল, আব্দুল হক ঢালী, নূরুজ্জামান হোসেন, উপজেলা যুবলীগের নেতা হাবিবুর রহমান জনি, সুমন দাস, পলাশ ঘোষ, আমিনুর রহমান, ছাত্রলীগ নেতা সাহিদুর রহমান, সাজ্জাত হোসেন, হাসান, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা তারক দেবনাথ সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক দুরত্ব বজায় রেখে হরিহরনগর ইউনিয়নের খাটুরা, ডুমুরখালি ও এনায়েতপুরে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিশেষ মোনাজাত করা ও তাবারক বিতরণ করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৪৭৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য