হরিহরনগর ইউনিয়নে খেলোয়ারদের মাঝে যুবলীগ সভাপতি রানা’র ফুটবল বিতরণ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ | আপডেট: ১০:১৪:অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

‘খেলা-ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করলেন হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা। হরিহরনগর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে এ ফুটবল বিতরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ফুটবল বিতরণকালে যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা বলেন, খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। খেলোধুলা করলে যুবকরা বিপথে পরিচালিত হয়না। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে এবং নিজ বাড়িতে অবস্থান করতে বলে। সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ফেরা করার অনুরোধ জানান তিনি।

এ সময় হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ রানা সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মিরা উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর