সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অবিরাম ছুটে চলেছেন তালার এসিল্যান্ড

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ১০:৩৮:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
মোঃ সাইদুজ্জামান শুভ:
সম্প্রতি করোনা ভাইরাসের জন্য অবরুদ্ধ অবস্থায় গোটা দেশ। অসহায় খেটে খাওয়া  মানুষের জীবন এখন হুমকির মুখে।  নিম্ন শ্রেণীর মানুষের আয় উপার্জন প্রায় বন্ধ হতে চলছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। 
 
যেহেতু করোনা ভাইরাসের কারণে অধিকাংশ দোকানপাট, খাবার হোটেল সব বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এ করোনা ভাইরাস মোকাবিলা করতে বিভিন্ন আইন শৃংখলা রক্ষকারী বাহিনী, সেনাবাহিনী সাথে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।
 
তিনি আজ(৮ এপ্রিল) তালা উপজেলার নগরঘাটা, ধানদিয়া, ফুলবাডী, মৌলবীবাজার, সেনেরগাতী, পাটকেলঘাটা, সুভাষিনী বাজার সহ বেশ কয়েকটি বাজারে সেনাবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন।
 
এ সময় তিনি অকারণে বাইরে ঘোরাঘুরি করায় তিন যুবককে ১৫০০ টাকা জরিমানা করেন। তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন এ অভিযান অব্যহত থাকবে।

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক