সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও ডাঃ শহীদুল আলমকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের অভিনন্দন প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৪:০৯:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ১৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মনিটরিং টিমের উপদল নেতা মনোনীত হওয়ায় ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাঃ শহীদুল আলম জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় মনিটরিং টিমের সদস্য মনোনীত হওয়ায় তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরীফুজ্জামান সজীব, সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতিতে হাবিবুল ইসলাম হাবিব ও ডাঃ শহীদুল আলমের রাজনৈতিক ও ব্যাক্তিগত জীবনে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অতীতের মতো আগামী দিনেও তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দলের দুঃসময়ে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ছাত্রদলের অভিনন্দন সংবাদটি পড়া হয়েছে ২৩০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা