সাতক্ষীরা সীমান্তে রোহিঙ্গা ও নারী সহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১ | আপডেট: ৫:২১:অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

পাসপোর্ট ছাড়াই চোরাপথে বাংলাদেশে ফিরে আসার সময় একজন রোহিঙ্গা ও দুই নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার ভোরে সাতক্ষীরার ভোমরা ও তলুইগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন রোহিঙ্গা সদস্য ওমর ফারুক (২০), যশোরের মোছাঃ সোনিয়া(২২) ও দেবহাটার মোছাঃ তাসলিমা খাতুন(৩০)।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তারা অবৈধভাবে ভারত থেকে ফিরছিলো। এসময় বিজিবির টহল দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

এস/জি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স