সাতক্ষীরায় ১৭০ জন ইটভাটা শ্রমিক আটক: প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নরসিংদীর ইটভাটায় কর্মরত ১৭০ জন শ্রমিক ট্রাক যোগে সাতক্ষীরার আসার সময় করোনা আক্রান্ত সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় থেকে ৬টি ট্রাকে থাকা ১৭০ জনকে আটক করা হয়। পরে তাদের সবাইকে শ্যামনগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের সবারই বাড়ি জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে।

জেলা প্রশাসনের তথ্যমতে নারায়নগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও নরসিংদিসহ দেশের বিভিন্ন স্থান থেকে গত এক সপ্তাহে সাতক্ষীরায় জেলায় প্রায় ১২ হাজারের মত মানুষ প্রবেশ করেছে। এর মধ্যে ৩ হাজার ১৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও বাকীরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭০জন ইটভাটা শ্রমিককে শ্যামনগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে শ্যামনগরের ইউএনওকে যাবতীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।