সাতক্ষীরায় লকডাউনের মধ্যে করোনার উপসর্গ নিয়ে আরো তিন জনের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১ | আপডেট: ৬:৩৩:অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

দ্বিতীয় দফা লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরায় চলছে মোড়ে মোড়ে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে, হাট বাজার গুলোতে ভিড় লক্ষনীয়। সাধারন মানুষ কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্য বিধি। স্বাস্থ্য বিধি মানাতে হিমশিম খাচ্ছেন প্রশাসন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পুলিশের বাধা সত্ত্বেও চলছে ছোট ছোট যানবাহন। গনপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকান পাট। তবে, পুলিশের বাধা ও ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে সড়কে চলাফেরা করছেন মানুষ।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৫১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরিক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। যা সংক্রমনের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২০ জন।

অপরদিকে, জেলায় বর্তমানে ৬৯৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ও সদর হাসপাতালে ২৬ জন ভর্তি রয়েছে। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে রয়েছেন।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স