সাতক্ষীরায় প্রতিমন্ত্রীর জাল স্বাক্ষর সুপারিশ নিয়ে চাকুরি প্রত্যাশী যুবক, ডিসির কাছে ধরা প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ | আপডেট: ৯:৩৩:অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ আটক প্রতারক ইমরান হোসেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্বাক্ষর জাল করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে চাকুরির সুপারিশকালে এক প্রতারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের কার্যালয়ে আসেন প্রতারক ইমরান হোসেন। পরে সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রতারক ইমরান হোসেন (২৭) সাতক্ষীরার তালা উপজেলার মহান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সিও শহিদুল ইসলাম জানান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জাল স্বাক্ষর ও সুপারিশ নিয়ে জেলা প্রশাসকের চাকরির জন্য আসে ইমরান হোসেন। পরে সন্দেহ হলে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে আটক করা হয়েছে। আটক প্রতারক ইমরান হোসেন জানান, আমি জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারি পদে চাকুরী প্রত্যাশী। জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্যার একটি সুপারিশ করে পাঠিয়েছেন। সুপারিশপত্রটি দেওয়ার জন্য এখানে এসেছিলাম। কাগজটি জাল নয়। সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জাল স্বাক্ষর ও সুপারিশ নিয়ে আমার কাছে আসেন প্রতারক ইমরান হোসেন। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২১০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ সাতক্ষীরায় রং মিস্ত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে দূর্বত্তরা