সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১ | আপডেট: ৮:৩৭:অপরাহ্ণ, জুন ১৮, ২০২১ সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত শ্যামনগরের আশুতোষ খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৫৬ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ২৬০ জন। এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা সংক্রমনের হার ৪৫ দশমিক ২১ শতাংশ। এদিকে, চলমান লকডাউনে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে, সাধারন মানুষ কিছুতেই মানতে চাচ্ছেনা স্বাস্থ্যবিধি। হাট-বাজার গুলোতে সাধারন মানুষের ভিড় লক্ষনীয়। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, গেলো চব্বিশ ঘন্টায় ১০টি অভিযানে ৩০টি মামলায় ২৪ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এস/জি সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক