সাতক্ষীরায় আন্ত:থানা আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব- ১৯ প্রতিযোগিতার উদ্বোধন প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ | আপডেট: ৬:১৪:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ সাতক্ষীরায় আন্ত:থানা আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশরে সভাপতি নাসেরুল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করছেন তালা থানা ও শ্যামনগর থানা। এই প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার মোট আটটি থানার খেলোয়াড়রা অংশগ্রহন করে। এসজি/ডেক্স সংবাদটি ৬৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু