সাতক্ষীরার ভোমরায় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক নিহত প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ | আপডেট: ১১:২৯:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতের দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে।নিহত দুলাল সরকার (৫০) সাতক্ষীরা সদর উপজেলার ফুলতলা গ্রামের পুলিন সরকারের ছেলে। স্থানীয়রা বলেন, ভারতীয় পাথরের গাড়ী আনলোড করার সময় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতিাল মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ট্রাকের চাপে পিষ্টভোমরা স্থলবন্দর সংবাদটি ৪৪৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম