সাতক্ষীরায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত আড়াইশ’ প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ | আপডেট: ২:২২:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোনিয়া খাতুন নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কলারোয়া পৌরসভার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী। মঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা জেলায় মারা গেলেন ২ নারী। ডা. জয়ন্ত কুমার সরকার আরও জানান, গত ২৪ ঘন্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫০। তিনি আরও জানান, সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোর রাতে মারা যান। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকী ২০২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। রেফার্ড করা হয়েছে ২০ জনকে। এসজি/ডেক্স সংবাদটি ৪৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬