শিশুদের আদর্শ নাগরিক হতে খেলাধূলা ভূমিকা পালন করে: সাতক্ষীরা জেলা প্রশাসক প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ১:৩৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, শিশুদেরকে উন্নত, মননশীল, আদর্শ ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা চর্চা করতে হবে। দেহ ও মন প্রফুল্ল না থাকলে উন্নত চিন্তা করা যাবে না। উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হলে শিশুদের উন্নত চিন্তা শক্তির অধিকারী হতে হবে। শিশুদের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে খেলাধূলা খুবই ইতিবাচক ভূমিকা পালন করে। বুধবার পিটিআই মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, পিটিআই সুপার এসএম রাওফার রহীম প্রমুখ। পরে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সাতক্ষীরা জেলা প্রশাসক সংবাদটি পড়া হয়েছে ২৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক