শিশুকে বাঁচাতে যেয়ে দূর্ঘটনার শিকার হয়ে রাজগঞ্জের এক মোটর সাইকেল চালক নিহত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ | আপডেট: ৬:৫৪:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
উত্তম চক্রবর্তী: রাস্তা দিয়ে হেটে যাওয়া এক শিশুকে বাঁচাতে যেয়ে রফিক সরদার (৫৫) নামের এক মোটর সাইকেল চালক দূর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছে।  শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের রাজগঞ্জের মনোহরপুর বিশ্বাসপাড়া জামে মসজিদের পাশে এই দূর্ঘটনা ঘটেছে।  নিহত রফিক সরদার রাজগঞ্জের মনোহরপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে।
জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রফিক সরদার তার মোটর সাইকেলে ২জন যাত্রী নিয়ে মণিরামপুর থেকে রাজগঞ্জের দিকে আসছিলো। মনোহরপুর বিশ্বাসপাড়া মসজিদের ওখানে পৌছালে রাস্তা দিয়ে এক শিশু হেটে যাচ্ছিলো। তাকে বাঁচাতে যেয়েই পাশের বিদ্যুতের পিলালের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রফিক সরদারকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম রয়েল এমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিক সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর)

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক