রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নে দরিদ্রদের মাঝে দশটাকা কেজি চাল বিক্রির উদ্বোধন প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ৩:৪৭:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” দরিদ্রদের জন্য স্বল্পমূলে খাদ্য বিতরণ কর্মসূচীর আওতায় দশটাকা কেজি চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ বাজারে এই কর্মসূচীর উদ্বোধন করেন চালুয়াহাটী ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মারুফুল হক। এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জি.এম মশিউর রহমান, ডিলার নিজাম উদ্দীন গাজী, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম কাফি। চালুয়াহাটি ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মারুফুল হক বলেন, মানবতার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সব সময় গরীব দু:খীদের পাশে আছেন। আর সেজন্যই দেশের প্রতিটি ইউনিয়নে অসহায়, গরীবদের মাঝে এই স্বল্পমূলে চাল বিতরন করেন সরকার। রাজগঞ্জ বাজারের ডিলার নিজাম উদ্দীম গাজীর মাধ্যমে চালুয়াহাটি ইউনিয়নের অত্র এলাকার মোট ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কার্ডধারী দশটাকা কেজি হিসেবে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ২১২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য